করোনায় আক্রান্ত এমপি মনসুর

আপডেট: August 23, 2020 |
print news

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

শনিবার (২২ আগস্ট) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম তরফদার।

তিনি জানান, করোনা পজিটিভ হলেও এমপি মনসুর রহমান শারীরিকভাবে ভালো আছেন। তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন। তার শরীরে এখনও করোনার কোন উপসর্গ নেই।

এদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানিয়েছেন, তাদের ল্যাবে এ দিন মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এই ৪৭ জনের মধ্যে ২৭ জনের বাড়ি রাজশাহী। আর বাকি ২০ জনের মধ্যে ৮ জনের বাড়ি নাটোর এবং ১২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর