মরিশাসে ‘দুর্যোগ তৎপরতা’ বিলম্ব হওয়ায় বিক্ষোভ

আপডেট: August 30, 2020 |
print news

ভারত মহাসাগরে পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মরিশাসে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। উপকূলীয় এলাকায় ট্যাঙ্কার থেকে তেল নিঃসরণে উদ্ধার তৎপরতা এবং সাগর থেকে ভেসে আসা মৃত ডলফিন উদ্ধারে বিলম্বিত পদক্ষেপ নেবার জন্য বিক্ষোভ দেখান তারা। হাজার হাজার জনতা হর্ন বাজিয়ে আর ড্রাম পিটিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর ভয়েস অব আমেরিকা’র।

প্রতিবাদকারীরা ‘ইউ হ্যাভ নো শেইম’ বা ‘তোমাদের কোন লজ্জা নেই’ প্ল্যাকার্ড বহন করছিলেন।

স্থানীয় একজন লেখক খলিল কাশিম আলী লিখেছেন, যে জিনিসটি দ্বীপটির সকলকে একত্রিত করে তাহল এই সাগরের অনুপম সৌন্দর্য্য যা দেশটির অন্যতম মূল্যবান রত্ন এবং সাগরের ব্যাপারে এরা এখানে অত্যন্ত অনুভবী।

দ্বীপদেশ মরিশাস পর্যটন শিল্পের ওপর অত্যন্ত নির্ভরশীল। নৈসর্গিক নিস্তব্ধ এই সাগরের টানে সারাবিশ্বের পর্যটকেরা এখানে এসে ভিড় জমান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর