বিক্ষোভে গুলি চালিয়ে হত্যাকারীর পক্ষ নিয়ে যা বললেন ট্রাম্প

আপডেট: September 1, 2020 |
print news

গত সপ্তাহে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলি চালান ১৭ বছর বয়সী কিশোর কাইলে রিটেনহাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই খুনির পক্ষ নিয়ে বললেন, ওই কিশোর আত্মরক্ষার্থে এটা করেছে।

সেমি অটোমেটিক রাইফেল দিয়ে গত সপ্তাহে কেনোশায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালান ইলিনয়সের ওই বাসিন্দা। এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা তাকে ধাওয়া করছেন, সে সময় তিনি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকেন।

তার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, বেপরোয়াভাবে হত্যা, ইচ্ছাকৃতভাবে হত্যাচেষ্টা এবং বেপরোয়া কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। যদিও তার দাবি, এসব করেছেন আত্মরক্ষার জন্য।
রিটেনহাউসের দাবি, গাড়ি থেকে জিনিসপত্র চুরি করার পর প্লাস্টিকের একটি ব্যাগ আমার দিকে নিক্ষেপ করার কারণে জোসেফ রোসেনবামকে হত্যা করেছি। আর তিনি আমার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

এ ঘটনার আগেও তিনি মার্কিন পুলিশকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন। এমনকি অস্ত্র নিয়ে ছবি তোলা এবং অস্ত্র প্রদর্শন করতেও দেখা গেছে তাকে।

অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে এসব সহিংসতা রাজনৈতিকভাবে করানো হচ্ছে। ডেমোক্র্যাট নেতাদের দুর্বল নেতৃত্বের কারণে এসব ঘটনা ঘটছে। বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদ নয়। সূত্র: বিবিসি, নিউজিল্যান্ড হেরাল্ড

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর