চাঞ্চল্যকর তথ্য, ভীতি দূর করতেই করোনাকে তাচ্ছিল্য করেছেন ট্রাম্প!

আপডেট: September 11, 2020 |
6
print news

করোনার হানায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। করোনা মোকাবেলায় শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। জনমন থেকে ভীতি দূর করার জন্যই প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে তাচ্ছিল্যমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প এমনটি জানান।

গত ১৯ মার্চ বব উডওয়ার্ড ট্রাম্পের সাক্ষাতকারটি নেন। জানা গেছে, এই সাক্ষাতকারটি সাংবাদিক উডওয়ার্ড ট্রাম্পকে নিয়ে লেখা রেজ বইটিতে পুরোপুরি প্রকাশ করবেন। যা আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। তবে সেই সাক্ষাতকারের কিছু অংশই বিভিন্ন মার্কিন গণমাধ্যমে বুধবার প্রকাশিত হয়েছে।

সাক্ষাতকারে ট্রাম্প জানান যে, তিনি জানেন করোনা কতটা প্রাণঘাতী তবুও এটিকে সে কম গুরুত্ব দিয়ে উপস্থাপন করতে চান।

সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমি এটিকে তাচ্ছিল্য করতে চাই। এখনো আমি এটিকে তাচ্ছিল্য করতে চাই কারণ আমি ভীতি সৃষ্টি করতে চাই না।

উল্লেখ্য, সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকার শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর