গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ডিপজল

আপডেট: September 15, 2020 |
print news

খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতার খবর গণমাধ্যমকে জানান চিত্রনায়ক জায়েদ খান। আজ সকালে তার অপারেশন হবে বলে জানা গেছে।

জায়েদ খান বলেন, ‘চিকিৎসকের পরামর্শ নিয়েই ডিপজল ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক আগামীকাল তার অপারেশন করবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ডিপজল দীর্ঘ দিন থেকেই অসুস্থ। এর মাঝে পরীক্ষায় ধরা পড়ে তার পেটে টিউমার। চিকিৎসকেরা জরুরিভিত্তিতে ডিপজলের পেটে অপারেশন করতে বলেন। এর আগে ২০১৭ সালের হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে ডিপজলকে। সে সময় তার হার্টে রিং পরানো হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর