পাহাড় থেকে পড়ে গিয়েও বেঁচে গেলেন যে নারী

আপডেট: September 27, 2020 |
Boishakhinews 322
print news

লাটভিয়ার এক পর্যটক হাইকিং-এ এসে দক্ষিণ জার্মানির এক পাহাড়ে উঠেছিলেন। নামার সময় তিনি সেই পর্বত থেকে ৬০ মিটার নীচে পড়ে যান। তবে তিনি বেঁচে গেলেন। তিনি এখন সুস্থ আছেন বলে জানায় পুলিশ। খবর ডয়চে ভেলে’র।

জানা যায়, ৪২ বছর বয়সি এই নারী পর্যটক তার কুকুরকে নিয়ে গত মঙ্গলবার বিকেলে বাভারিয়ার ওবারআলগয় অঞ্চলের এক পাহাড়ে উঠেছিলেন৷ পথ হারিয়ে তিনি যখন পর্বত থেকে নামছিলেন ঠিক তখনই নিচে পড়ে যান। সে সময় একটি গাছকে আকড়ে ধরে সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকেন। সেখানকার এক মেষপালক তার সেই চিৎকার শুনতে পেয়ে স্থানীয় পুলিশ এবং পর্বত উদ্ধারকারীকে খবর দেয়।

পরে হেলিকপ্টারে করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে সামান্য আঘাত ছাড়া পর্যটকের তেমন কিছুই হয়নি। ফলে সে দিনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান। তবে নারীর সঙ্গী কুকুরটিকে এখনও পাওয়া যায়নি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর