চাওয়া শুধু একটাই, সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেন

আপডেট: September 28, 2020 |
dddd 4
print news

ইয়াসিন অভিঃ গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল, আগামী ৪ অক্টোবরের আগে নতুন কোনো টোকেন দেওয়া হবে না। তবুও যদি টোকেন পেয়ে যান, এ আশায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বাইরে প্রতিনিয়ত ভিড় করছেন সৌদি গমনেচ্ছুরা। টোকেন-টিকিট নিয়ে এক রকম অনিশ্চয়তায় রয়েছেন এ প্রবাসী বাংলাদেশিরা।

যদিও সৌদি সরকার জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে, তাদের ঢাকাস্থ সৌদি দূতাবাসে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়াতে হবে। সৌদি দূতাবাস জানিয়েছে, তাদের অনুমোদিত ১৮ এজেন্সি থেকে ভিসা নবায়ন করা যাবে।

এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, ভিসার মেয়াদ বাড়ানোর পর টিকিটের জন্য টোকেন নিতে আসতে হবে।

সরকারের কূটনৈতিক তৎপরতায় সম্প্রতি বাংলাদেশিদের জন্য ইকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে, তাদের ভিসার মেয়াদ পরবর্তী ২৪ দিন বাড়ানো হয়েছে।

এর আগে সৌদি সরকার সব বিদেশি কর্মীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দেয়। এরপরই টিকিটের জন্য সংকট তৈরি হয়। সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ায় এ সংকট দেখা দেয়।

কিন্তু ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর পরও দেশে আটকে পড়া অনেক প্রবাসীরই সৌদি ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর