ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আপডেট: October 7, 2020 |
print news

কুমিল্লার লাকসামে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাশেদুল ইসলাম (২৩) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুরে কোরবান আলী দারুল ফোরকান নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাশেদুল ওই মাদ্রাসার সহকারি শিক্ষক। তিনি একই গ্রামের আবদুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ওই ছাত্রী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে সহকারি শিক্ষক রাশেদুল ইসলাম তাকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। এই সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং রাশেদুলকে আটক করে। খবর পেয়ে সন্ধ্যায় লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে রাশেদুলকে থানায় নিয়ে আসে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর