বাংলাদেশ ও ভারত একদামে টিকা পাচ্ছে

আপডেট: January 26, 2021 |

সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর (মাগুরা-১ আসন) বলেছেন, বাংলাদেশ ও ভারত একদামে টিকা পাচ্ছে। আর ভারত থেকে অন্য দেশগুলো বেশি দামে টিকা নিচ্ছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সাইফুজ্জামান শিখর বলেন, টিকা কে আগে নেবেন সেটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে বিএনপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের করোনাভাইরাসের টিকা নেওয়ার খবর সত্য নয়। বিএনপি বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ নাকি সবার আগে টিকা নিয়েছেন, এটি একটি ভুল তথ্য।

সংসদে যারা বক্তব্য রাখবেন তাদের ভুল তথ্য না দেওয়ার অনুরোধ জানান তিনি।

বৈশাখী নিউজফাজা

Share Now

এই বিভাগের আরও খবর