ইথিওপিয়ায় পার্লামেন্ট ও আঞ্চলিক কাউন্সিল নির্বাচন আজ

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় চলছে পার্লামেন্ট ও আঞ্চলিক কাউন্সিল নির্বাচন। সোমবার সারাদেশের ৪৯ হাজার ৪শ’ সাত কেন্দ্রে এক যোগে চলছে এই নির্বাচন।
স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এই বছর ইথিওপিয়ায় প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেয়া হচ্ছে। দেশটির তিন কোটি ৮০ লাখ নিবন্ধিত ভোটার তাদের ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য পার্লামেন্টের ৫৪৭ সদস্যকে নির্বাচিত করবেন।
মোট ৪৭ রাজনৈতিক দলের ৯ হাজার ১৭৫ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই গণনা শুরু হবে। তবে ফল কবে প্রকাশিত হবে, তা সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি।
এদিকে কারিগরি, প্রশাসনিক ও নিরাপত্তাজনিত কারণে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া ৭৮টি আসনে আগামী ৬ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে যুদ্ধবিধ্বস্ত তাইগ্রে অঞ্চলে নির্বাচন অনুষ্ঠানের কোনো তারিখ নির্ধারিত হয়নি। জাতিসঙ্ঘের সংস্থাগুলোর তথ্য অনুযায়ী যুদ্ধের কারণে এই অঞ্চলের তিন লাখ ৫০ হাজার অধিবাসী দুর্ভিক্ষের মুখে রয়েছেন।
উত্তরাঞ্চলীয় এই অঞ্চলে পার্লামেন্টের ৩৮টি আসন রয়েছে। এই অঞ্চলটিতে স্বায়ত্তশাসন চললেও গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় সরকার এক সামরিক অভিযানের মাধ্যমে স্থানীয় সরকারকে উৎখাত করে। তখন থেকে অঞ্চলটিতে অন্তর্বর্তী শাসন চলে আসছে।
তাইগ্রে অঞ্চলে এই অভিযান ইথিওপিয়ার নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি ও আলজাজিরা