ইউক্রেনকে হারিয়ে নকআউট পর্বে অস্ট্রিয়া

আপডেট: June 22, 2021 |
print news

গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প ছিল না অস্ট্রিয়ার সামনে। আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে কঠিন সমীকরণ মেলাল তারা। ইউক্রেনকে হারিয়ে উঠে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয়। রোমানিয়ার বুখারেস্টে সোমবার ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে অস্ট্রিয়া।

জয়ের লক্ষ্যে শুরু থেকে আক্রমণাত্মক খেলা অস্ট্রিয়া ২১তম মিনিটে এগিয়ে যায়। গত মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ডিফেন্ডার ডাভিড আলাবার কর্নারে ছয় গজ বক্সের মুখে পা বাড়িয়ে বল জালে পাঠান বমগার্টনার।

২৯তম মিনিটে মাইকোলা শাপারেঙ্কোর শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন অস্ট্রিয়ার গোলরক্ষক বাখমান। ৩৭তম মিনিটে দারুণ সেভে ব্যবধান বাড়তে দেননি ইউক্রেনের গোলরক্ষক বুশচান। স্টেফান লাইনারের শট বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান তিনি।

পাঁচ মিনিট পর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অস্ট্রিয়ার মার্কো আর্নাতোভিচ। মার্সেল সাবিৎসারের থ্রু বল ডি-বক্সে পেয়ে ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষক বরাবর মেরে আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি।

আক্রমণে আধিপত্য দ্বিতীয়ার্ধেও ধরে রাখে অস্ট্রিয়া। বিরতির পর যদিও সেভাবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। তাতে অবশ্য দলটির পরের রাউন্ডে ওঠার উৎসবে ভাটা পড়েনি।

তিন ম্যাচে শতভাগ জয়ে নেদারল্যান্ডসের ৯ পয়েন্ট। দুই জয়ে অস্ট্রিয়ার ৬ ও একটি জয়ে ইউক্রেনের পয়েন্ট ৩। প্রথমবার মহাদেশীয় প্রতিযোগিতাটিতে খেলতে এসে খালি হাতে ফিরল নর্থ মেসিডোনিয়া।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর