পিএসএলের নতুন চ্যাম্পিয়ন মুলতান

আপডেট: June 25, 2021 |
print news

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপার স্বাদ পেলো মুলতান সুলতান্স। ষষ্ঠ আসরের ফাইনালে পেশোওয়ার জালমিকে ৪৭ রানে হারিয়েছে দলটি।

আবুধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০৬ রানের বিশাল পুঁজি পায় মুলতান। ৬৮ রানের উদ্বোধনী জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ। এরপর শোয়েব মাকসুদের ৩৫ বলে ৬৫ ও রাইলি রুশোর ২১ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসে ২০৬ রানের বড় সংগ্রহ পায় মুলতান। শেষ ৮ ওভারে আসে ১১৬ রান।

জবাবে কামরান আকমলের ৩৬ ও শোয়েব মালিকের ২৮ বলে ৪৮ রানে ১৫৯ রানে থামে পেশোওয়ারের ইনিংস। ইমরান তাহির নেন ৩ উইকেট।

এনিয়ে শেষ চার আসরের ফাইনাল খেলে তিনটিতেই শিরোপা হাতছাড়া হলো পেশোওয়ার জালমির। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন মুলতানের শোয়েব মাকসুদ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর