২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও প্রাণহানি ৫৮০০

আপডেট: June 28, 2021 |
print news

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৫ হাজার ৮০০ মানুষ। মোট প্রাণহানি ৩৯ লাখ ৩৮ হাজারের ওপর।

রবিবার মৃত্যু-সংক্রমণের শীর্ষে ছিলো ভারত। দেশটিতে ৯৮১ জন মারা যান করোনার প্রকোপে। নতুনভাবে সাড়ে ৪৬ হাজারের বেশি মানুষের দেহে মিলে ভাইরাসটি।

পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল। লাতিন দেশটিতে ৭২৫ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। সাড়ে ৩৩ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয়।

এদিকে কলম্বিয়ায় মারা যান ৬৬৪ জন এদিন। রবিবার রাশিয়ায় প্রাণহানির সংখ্যা ছিল ৬০০।

যুক্তরাষ্ট্রে ৯৩ জনে নেমে এসেছে দৈনিক মৃত্যু; দেশটিতে নতুনভাবে শনাক্ত হয়েছে সাড়ে ৪ হাজারের ওপর সংক্রমণ। ২৪ ঘণ্টায় ৩ লাখের ওপর নতুন সংক্রমণ শনাক্ত হয় গোটা বিশ্বে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর