ব্রাজিলকে রুখে দিয়ে টিকে রইলো ইকুয়েডর

আপডেট: June 28, 2021 |
print news

কোপা আমেরিকার গ্রুপ পর্যায়ের খেলায় টানা ১০ ম্যাচ পরে ড্র দেখল ব্রাজিল। এদিন ছন্দে থাকা ব্রাজিলের সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইকুয়েডর।

স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকোতে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল। তবে আগেই দ্বিতীয় রাউন্ডের পাশাপাশি গ্রুপ সেরা নিশ্চিত হওয়ায় এ ম্যাচে নেইমার, গাব্রিয়েল জেসুস, থিয়াগো সিলভাসহ বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়া হয়। এছাড়া শুরুর একাদশে ছিলেন না রিচারলিসন, দানিলো, কাসিমিরো, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকারা।

এদের মিলিতাওর গোলে এগিয়ে এগিয়ে যাওয়ার পরও জয় বঞ্চিত হলো ব্রাজিল। ইকুয়েডরের হয়ে সমতায় ফেরানো গোলটি করেন আনহেল মেনা। এদিন পাস-পজিশনে এগিয়ে থাকলেও ব্রাজিল ইকুয়েডর থেকে কম শট নিতে পেরেছে। তবে গোলমুখে দুদলই ৩টি করে শট নিয়ে একটিতে সফল হয়।

ম্যাচের ৩৭তম মিনিটে এভারটনের মারা শট থেকে হেডে গোল করেন ডিফেন্ডার মিলিতাও। তবে বদলি নামা মেনা ইকুয়েডরের হয়ে বিরতির পর ৫৩তম মিনিটে গোল শোধ দেন। এরপর ব্রাজিল আরও কিছু চেষ্টা করলেও তা থেকে গোল করতে পারেনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর