বাবা হওয়ার সুখবর দিলেন গায়ক নোবেল

আপডেট: June 29, 2021 |
print news

বাবা হওয়ার সুখবর দিলেন গায়ক মইনুল আহসান নোবেল।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয় তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।’

বাবা হওয়ার সুখবর জানতে পেরে নেটিজেনরা নোবেল ও তার স্ত্রীর জন্য শুভ কামনা জানিয়েছেন।

তবে অনেকেই সমালোচনাও করেছেন। কারণ নোবলের পোস্টের ‘হয় তো’ শব্দ নিয়ে আপত্তি নেটিজেনদের।

‘হয়তো বা? আপনি শিওর না?’ এমন প্রশ্ন তুলে তাকে কটাক্ষ করা হয়েছে।

ফারিহা মাইমুনা নামের এক নারী লিখেছেন, আলহামদুলিল্লাহ কিন্তু হয় তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নাই!’

সিয়াম নাসির নামের এক নেটিজেন লিখেছেন, ‘ভাই যা করেছো তো করেছোই, এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভাল হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে।’

নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন তিনি।

তবে ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়েন নোবেল এবং পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর