ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ৭ জনের প্রাণহানি

আপডেট: June 30, 2021 |
print news

ইন্দোনেশিয়ার বালি উপকূলবর্তী উত্তাল সাগরে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ায় কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১১ জন। উদ্ধার কর্মীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। বুধবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

এ দ্বীপের পশ্চিমাঞ্চলের গিলিমানুক বন্দরের কাছে কেএমপি ফেরি ডুবির পর পর মঙ্গলবার সন্ধ্যায় পানি থেকে অনেককে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ফেরিতে ৫৭ যাত্রী ও ক্রু ছিল। ফেরিটি জাভা দ্বীপ থেকে একটি সরু প্রণালী দিয়ে যাচ্ছিল।

এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা পানি থেকে সাতটি মৃত দেহ উদ্ধার করেছে। এ সময় তারা ১১ জনের নিখোঁজ থাকার কথাও জানায়।

বালি অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান গেদা দার্মাদা বলেন, ‘আমরা নিখোঁজদের সন্ধানে এখন তল্লাশি অভিযান চালাচ্ছি।’

তিনি বলেন, ‘গত রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।’ এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর