কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

আপডেট: September 21, 2021 |
print news

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছায়েদ আলী খান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নওগাঁর পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা ও বাস যাত্রী আমিনুল ইসলাম জানান, চাচাসহ তিনজন ঢাকা যাওয়ার জন্য রাতে নওগাঁ থেকে রওনা দেই। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভুঞাপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

গাড়ি ঠিকভাবে চালাতে চালককে বার বার সতর্ক করা হয়েছিল। পরে বাসটি সড়কের বাক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।

বাসযাত্রীরা জানান, চালক ঘুমন্তভাবে বাস চালাচ্ছিলেন। বার বার সতর্ক করা হয়। দুর্ঘটনার পর চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের বাক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর