৩ অক্টোবর বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে টাইগাররা

আপডেট: September 28, 2021 |
print news

দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ। সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের এই লড়াই। একই দিন বাংলাদেশও খেলতে নামবে তাদের প্রথম ম্যাচ। এ টুর্নামেন্টকে সামনে রেখে ৩ অক্টোবর দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। তার একদিন আগে থেকে নিজ বাসায় ক্রিকেটারদের কোয়ারেন্টাইন বিধি মেনে চলতে হবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্বকাপের সফরসূচি ঘোষণা করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১ অক্টোবর ক্রিকেটারদের কোয়ারেন্টাইন শুরু হওয়ার আগে জাতীয় দলের স্পন্সর ভিডিও সেশন অনুষ্ঠিত হবে। ২ অক্টোবর হবে করোনাভাইরাস পরীক্ষা, এরপরই সবাইকে ঢুকে যেতে হবে কোয়ারেন্টাইনে।

জানা গেছে, ঢাকা থেকে মাসকাটে পৌঁছে সেখানে একদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীকে। একদিনের কোয়ারেন্টাইন শেষে বাংলাদেশ দল চার দিন অনুশীলনের সুযোগ পাবে। এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে টাইগাররা। সেখানেও একদিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এই ধাপগুলো শেষ হলে আবুধাবিতে ১২ অক্টোবর লঙ্কানদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ এবং ১৪ অক্টোবর আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়।

ওমানে ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করবে স্কটল্যান্ডকে। সেটাকে সামনে রেখে ১৫ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে সুপার-১২’র টিকিট। বাছাইপর্ব উতরে যেতে পারলে মূল পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ডকে। এ ছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গেও খেলতে হবে টাইগারদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন, আমিনুল ইসলাম।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর