রেকর্ড গড়েও বিদায় মুম্বইয়ের, প্লে-অফে কলকাতা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে বিদায় নিলো গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের নেট রান রেট টপকে প্লে-অফে যেতে হলে ১৭১ রানের ব্যবধানে জয় পেতে হতো মুম্বাইকে।
অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদকে ৬৫ রানের মধ্যে অলআউট করার দরকার ছিল। কিন্তু ৬৫ রান হায়দরাবাদ মাত্র ১ উইকেট হারিয়ে তুলে ফেলে। আর তাতেই বিদায় নিশ্চিত হয় আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের। প্লে-অফ নিশ্চিত হয় কেকেআরের।
এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
অবশ্য বড় ব্যবধানে জয় পাওয়ার প্রথম কাজটা করে রেখেছিল মুম্বাই। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে মুম্বাই। আর সেটা সম্ভব হয় ঈশান কিষান ও সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডবে।
ঈশান মাত্র ৩২ বলে ১১টি চার ও ৪ ছক্কায় ৮৪ রানের টর্নেডো ইনিংস খেলেন। মাত্র ১৬ বলেই করেন ফিফটি। তাতে হয়ে যান আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান।
এর আগে কিরেন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান ছিলেন তিনি। তিনজনেই ১৭ বলে করেছিলেন ফিফটি। তাদের দুজনকে পেছনে ফেলে আজ রেকর্ড গড়েন ঈশান।
এরপর ৪০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ঝড় তোলেন সূর্যকুমার। তাতে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রানের বড় সংগ্রহ দাঁড় করে হাল না ছাড়া মুম্বাই। যদিও শেষ পর্যন্ত তারা সফল হয়নি। কিন্তু চেষ্টার তো ত্রুটি রাখেনি রোহিত শর্মারা।
বল হাতে অরেঞ্জ আর্মিদের হয়ে ৪টি উইকেট নেন জ্যাসন হোল্ডার। আর ২টি করে উইকেট নেন রশিদ খান ও অভিষেক শর্মা।
জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান করতে সক্ষম হয় হায়দরাবাদ। তাতে শেষ ম্যাচে ৪২ রানের জয় নিয়ে বিদায় নেয় মুম্বাই।