তিস্তা নদীতে পড়ে শিশুর মৃত্যু
আপডেট: October 9, 2021
|
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে পরে গিয়ে মমিনুর ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে ওই উপজেলার দক্ষিণ পারুলীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমিনুর ওই এলাকার ছকমল আলীর পূত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, বাড়ির পাশে তিস্তা নদীর ধারে খেলা করছিল মমিনুর। এ সময় হঠাৎ করে তিস্তায় পরে যায় সে।
পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে।