জ্যাক মা কে হংকংয়ে দেখা গিয়েছে

আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা গত বছরের শেষের দিকে তার আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনা শুরু হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। তবে সম্প্রতি জ্যাক মা কে হংকংয়ে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে এবং  তিনি ব্যবসায়িক সহযোগীদের সাথে সাক্ষাত করেছেন।

চীনের ধনকুবের জ্যাক মা গত বছরের অক্টোবর থেকে লোকচক্ষুর আড়ালে রয়েছেন। সে সময় তিনি সরকারের আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রকের বিরুদ্ধে সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন। তারপর থেকে তার ব্যবসায় নিয়ে শুরু হয় টানাপোড়েন। ওই সময় জ্যাক মা জনসম্মুখে উপস্থিতি কমিয়ে দিয়েছেন।

এরই মধ্যে আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের বিশাল অংকের আইপিও বিক্রি বন্ধ করে দেয় সরকার। ফলে আর্থিক দিক দিয়ে বড় রকম ক্ষতির মুখে পড়ে জ্যাক মা। ওই ঘটনার পর তিনি একেবারে গা ঢাকা দেন।

একটি সূত্র বলেছেন, গত বছর অক্টোবরের পর এবারই প্রথম তাকে এশিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্র হংকংয়ে দেখা গেছে। এ বিষয়ে আলিবাবা’র পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।

বৈশাখী নিউজ/ এপি