এক বছর আগেই পাকিস্তানি বাহিনীর হাতে নিহত আখুন্দজাদা

আপডেট: October 16, 2021 |

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এক বছর আগেই পাকিস্তানি বাহিনীর এক হামলায় প্রাণ হারান। তালেবানের এক শীর্ষ নেতার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

আখুন্দজাদাকে সামনে রেখেই দীর্ঘ দিন মার্কিন বাহিনী ও ন্যাটোর বিরুদ্ধে লড়াই চালিয়েছে তালেবান। চলতি বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানের নতুন সরকারে আখুন্দজাদাই প্রধান হবেন বলে ধারণা করছিল অনেকে।

দীর্ঘদিন ধরে জনসম্মুখে না আসায় তার মৃত্যু নিয়েও শুরু হয়েছিল জল্পনা। তবে সেসব কথা বারবারই অস্বীকার করেছে তালেবান।

গত কয়েক মাসে তাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। শুধু ইন্টারনেটে তার একটি মাত্র ছবিই দেখা গিয়েছে।

তবে প্রবীণ তালেবান নেতা আমির আল মুমিনিন জানিয়েছেন যে এক বছর আগেই মৃত্যু হয়েছে তাদের সুপ্রিম লিডারের।

পাকিস্তানের বাহিনীর হাতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। ভারতের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান নেতা বলেন, পাক–বাহিনীর কষা ছকেই একটি আত্মঘাতী হামলায় গত বছর শহিদ হয়েছেন হিবাতুল্লা আখুন্দজাদা।

২০১৬ সালে তালেবান নেতা মোল্লা আখতার মনসুর একটি ড্রোন হামলায় নিহত হন। এর পরই ক্ষমতা আসে আখুন্দজাদার হাতে। সেই সময় থেকেই তালেবানের মাথা ছিলেন আখুন্দজাদা।

তালেবানের রাজনৈতিক, সামরিক বা ধর্মীয় ক্ষেত্রে শেষ কথা বলতেন তিনিই। তালিবান কীভাবে চলবে, কোথায় ক্ষমতায় আসবে আর কোথায় ক্ষমতা ভাঙবে সেটাও নাকি বলতেন তিনিই। আফগানিস্তানে কান্দাহার প্রদেশে থাকতেন এ নেতা।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর