বিষাক্ত মদ পানে রাশিয়ায় ১৮ জনের মৃত্যু

আপডেট: October 17, 2021 |
print news

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, শনিবার দেশটির ইয়েকাতেরিনবার্গ শহরে এই ঘটনা ঘটেছে। বলে। খবর: রয়টার্স

ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানায়, ওই ১৮ জন মিথেনলযুক্ত মদ পান করেন, যা সাধারণত শিল্প-কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। ফলে তাদের মৃত্যু হয়।

এতে বলা হয়েছে, ভুক্তভোগীরা ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে একদল লোকের কাছ থেকে এই অ্যালকোহল আনেন। ওই দলের দুজনকে আটক করা হয়েছে। এর আগে এক তদন্তে বেরিয়ে আসে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়।

অতীতেও অ্যালকোহল পানে রাশিয়ায় গণমৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০১৬ সালে সাইবেরিয়ায় মিথেনলযুক্ত অ্যালকোহল পানে ৭৭ জনের মৃত্যু হয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর