পিছিয়ে যাচ্ছে শাহরুখ-সালমানের সিনেমার শুটিং

আপডেট: October 21, 2021 |
print news

ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার পর পুরোপুরি অভিনয় বন্ধ রেখেছেন শাহরুখ খান। তারই রেশ পড়ল বলিউডের ‘ভাইজান’ সালমান খানের সিনেমাতেও।

দক্ষিণী সিনেমার পরিচালক আতলি কুমারের সিনেমায় অভিনয় করছিলেন শাহরুখ। সেই সিনেমার শ্যুটিং বন্ধের পাশাপাশি ‘পাঠান’ সিনেমার কাজও আপাতত বন্ধ রেখেছেন বলিউড বাদশা। দুটি সিনেমারই প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

তারই প্রভাব পড়ল সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমাতেও।

কারণ সালমান-শাহরুখ দুজনেই একে অপরের সিনেমায় অতিথি শিল্পী হয়ে থাকার কথা। এ কারণেই আটকে গেছে সালমানের সিনেমার অগ্রগতি।

এদিকে ছেলের গ্রেফতারের পর শাহরুখের পাশে দাঁড়িয়েছেন সালমান। এর মধ্যে একাধিকবার কিং খানের বাড়িতে দেখা যায় ‘ভাইজানকে’।

বুধবারও আরিয়ান জামিন না পাওয়ায় যশরাজ ফিল্মসের শাহরুখ অভিনীত দু’টি সিনেমার ভবিষ্যৎই এখনও অন্ধকারে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর