চীন সীমান্তে ভারতের সেনা মহড়া

আপডেট: October 21, 2021 |
print news

মুহূর্তে শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র। অরুণাচল প্রদেশে চীনের সীমান্তের কাছে তাওয়াং সেক্টরে সেই ক্ষেপণাস্ত্রের মহড়া দিল ভারতীয় সেনা। সংবাদ সংস্থা প্রকাশ করেছে সেই মহড়ার ভিডিও।

ভিডিও’য় দেখা গিয়েছে, কী ভাবে অস্ত্রে সজ্জিত, যুদ্ধে প্রস্তুত জওয়ানরা পাহাড়ের উপর তৈরি বাঙ্কারে জায়গা করে নিচ্ছেন। যে দলটি শত্রুর অবস্থানের দিকে খেয়াল রেখেছে, সেখান থেকে যেমন নির্দেশ আসছে, সেই অনুসারে দ্রুত ক্ষেপণাস্ত্র সাজিয়ে নিয়ে প্রস্তুত করে নিচ্ছেন তারা।

অস্ত্র প্রয়োগের পর ফের এলাকা থেকে সরে আসছেন তারা। দ্রুত, কয়েক সেকেন্ডের মধ্যেই ফের ওই ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র নিয়ে তারা সরে যাচ্ছেন অন্য একটি স্থানে যাতে শত্রুপক্ষের তরফে পাল্টা হামলা হলে ক্ষতি না হয়। এই পুরো মহড়াই ধরা পড়েছে ভিডিওতে।

সেনা জানাচ্ছে, ক্ষেপণাস্ত্র ছুড়ে দেওয়ার পর নজরদারিতে থাকা জওয়ানরা খবর পাঠান নিশ্চিত স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো গিয়েছে কি না। সেই বিষয়ে সেনার কাছে খবর পেলেই তারা অবস্থান পরিবর্তন করেন। সূত্র: আনন্দবাজার

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর