বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ  সের্গি বার্জুয়ান

আপডেট: October 28, 2021 |

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সের্গি বার্জুয়ানের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা কতৃপক্ষ।

বার্সেলোনা ‘বি’ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৪৯ বছর বয়সী বার্জুয়ান। তিনিই আপাতত মূল দলের দায়িত্ব সামলাবেন। খেলোয়াড়ি জীবনে বার্জুয়ান স্পেনের হয়ে ৫৬ টি ম্যাচ খেলেছেন।

এর আগে রোনাল্ড কোম্যানকে বার্সার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়। রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হারের পর বুধবার রাতে রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারে বার্সেলোনা। আর এর কয়েক ঘণ্টা পরই রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে অব্যাহতি দিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা রায়ো ভায়েকানোর বিপক্ষে হারের পর এই সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দিয়েছেন।… ক্লাবকে সার্ভিস দেওয়ার জন্য বার্সেলোনা তাকে ধন্যবাদ দিচ্ছে এবং তার পেশাদার ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছে।’

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর