ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ১৪৬ জন হাসপাতালে ভর্তি

আপডেট: November 1, 2021 |

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২৪ জন ও ঢাকার বাইরে ২২ জন ভর্তি হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৬ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৬০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৫০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
হয়েছে ২৩ হাজার ৮০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ৯৫৪ জন। অপরদিকে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ৯১ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর