কৌশলগত সমতা ভাঙার চেষ্টায় প্রতিক্রিয়া জানাবে রাশিয়া : পুতিন

সময়: 1:24 pm - November 2, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

রাশিয়া তার নিজাস্ব “কৌশলগত সমতা” ভঙ্গ করার অন্যান্য দেশের প্রচেষ্টার প্রতিক্রিয়া জানাবে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সোমবার উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা মোতায়েন করা বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কথা।

প্রেসিডেন্ট বলেন, “আমরা রাশিয়ার নিরাপত্তার জন্য এই হুমকিগুলিকে উপেক্ষা করতে পারি না এবং তাদের প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানাব।”

সামরিক নেতৃত্ব এবং প্রতিরক্ষা ব্যাবসায়িদের সাথে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, “আমরা খুব ভালো করেই জানি যে আমাদের কিছু বিদেশী প্রতিপক্ষ আমাদের সীমান্তের কাছাকাছি বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার উপাদান মোতায়েনের মাধ্যমে এই সমতা ভাঙার চেষ্টা বন্ধ করবে না।”

প্রেসিডেন্ট আরো জানান, “কৃষ্ণ সাগরে ন্যাটো মহড়ায় মার্কিন নৌবাহিনীর কমান্ড জাহাজ মাউন্ট হুইটনির অংশগ্রহণ রাশিয়ার সীমান্তের কাছে বৃহত্তর পশ্চিমা সামরিক কার্যকলাপের দিকে একটি প্রবণতার অংশ।”

“আমরা দুরবীনের মাধ্যমে বা মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার ক্রসহেয়ারের মাধ্যমে এটির আভাস পেতে পারি।”সূত্র : রয়র্টাস

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর