পদোন্নতি পেলেন ভারতীয় সেই পাইলট

সময়: 4:11 pm - November 4, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

পাকিস্তানের কারাগারে ৫৮ ঘণ্টা আটক থেকে স্বদেশে ফেরা ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমান পদোন্নতি পেয়েছেন।

উইং কমান্ডার থেকে তাকে গ্রুপ ক্যাপ্টেনে পদোন্নতি দেওয়া হয়েছে।

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন অভিনন্দন। পাকসেনারা তার সেই বিমান ভূপাতিত করলে প্যারাস্যুটে করে তিনি পাক ভূমিতে নামেন।

স্থানীয় জনতার রোষানল থেকে উদ্ধার করে তাকে হেফাজতে নিয়ে যান পাকসেনারা। দীর্ঘ ৫৮ ঘণ্টা পাক কারাগারে অবস্থানের পর তাকে ভারতের হাতে সমর্পণ করেন পাকিস্তানি রেঞ্জার্সরা।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অভিনন্দনকে শিগগিরই নতুন পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হবে। ভারতীয় বিমান বাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন পদটি ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার সমকক্ষ।
খবর হিন্দুস্তান টাইমস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর