হরভজনের সর্বকালের সেরা একাদশে নেই কোহলি

আপডেট: November 8, 2021 |

ভারতের স্পিন জাদুকর হরভজন ‍সিং সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ সাজালেন। জাতীয় দল থেকে অবসর নিয়ে নেওয়া মহেন্দ্র সিং ধোনিকে দলে রাখলেন। তাকে ক্যাপ্টেন বাছলেন। উইকেট কিপিংয়ের দায়িত্বও দিলেন এমএস-কে। কিন্তু বিরাট কোহলিকে নিলেন না তার সেরা একাদশে।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। রবিবার নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দেওয়ায় ভারতের অভিযান শেষ হয়ে যায়। অবশ্য এই মেগা টুর্নামেন্টের পরে কোহলি আর জাতীয় দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন না।

হরভজনের সেরা একাদশে ওপেন করবেন রোহিত শর্মা ও ক্রিস গেল। তারপরে ব্যাট করবেন জস বাটলার, শেন ওয়াটসন ও এবি ডিভিলিয়ার্সকে। ধোনি ব্যাট করবেন এর পরে। ডোয়েন ব্রাভো, পোলার্ড ও সুনীল নারিনকে দেখা এরপরে। শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ও জশপ্রীত বুমরা জায়গা পেয়েছেন ভারতের প্রাক্তন অফ স্পিনারের দলে।

পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি তার একাদশে। তবে ভারত থেকে মাত্র তিনজন ক্রিকেটারই রয়েছেন ভাজ্জির একাদশে। ধোনি ছাড়া আছেন রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ।

একনজরে হরভজনের সর্বকালের সেরা একাদশ:

১) রোহিত শর্মা

২) ক্রিস গেইল

৩) জস বাটলার

৪) শেন ওয়াটসন

৫) এবি ডিভিলিয়ার্স

৬) মেহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক)

৭) ডোয়েন ব্র্যাভো

৮) কাইরন পোলার্ড

৯) সুনীল নারিন

১০) লাসিথ মালিঙ্গা

১১) জসপ্রীত বুমরা

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর