ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬৮

আপডেট: November 14, 2021 |
print news

ইকুয়েডরের একটি কারাগারে বন্দিদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির গুয়াইয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করার হয়েছে।

দেশটির পুলিশ বাহিনী জানিয়েছেন কারাগার ভবনের ভেতরে বন্দুক ও বিস্ফোরক পাওয়া গেছে। সম্প্রতি বেশ কয়েকবার কারাবন্দিদের সংঘর্ষে দেশটিতে অন্তত তিনশ জনের প্রাণ গেছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো কারাগারগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। সেইসঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও।

কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের এবং মাদক পাচারের রুট নিয়েই মূলত তাদের দ্বন্দ্ব।

দেশটির কারাগার গুলোতে চলতি বছর প্রায় ৩০০ বন্দির মৃত্যু হয়েছে দাঙ্গায়।

গেল সেপ্টেম্বরেই দেশটির একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছিলেন। এটিই দেশটির ইতিহাসে কারাগারে দাঙ্গার সবচেয়ে বড় ঘটনা। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর