সংঘাত এড়াতে বাইডেন-জিনপিং বৈঠক

তাইওয়ানে বেইজিংয়ের আধিপত্য, বাণিজ্য ও মানবাধিকার ইস্যুতে বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক ক্ষমতাধর দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই বৈঠক হলো।

বৈঠকে দুই নেতা বিভিন্ন ইস্যুতে স্বতঃস্ফূর্ত আলোচনা করেছেন।  বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন প্রতিযোগিতা করতে গিয়ে যেন প্রকাশ্যে দ্বন্দ্বে না জড়ায় সে বিষয়ে তাদের দায়িত্ব রয়েছে।  বিশ্বকে সংঘাতের পথ থেকে সরিয়ে আনাও তাদের দায়িত্ব।  দুদেশের মধ্যে সোজাসাপ্টা প্রতিযোগিতা হওয়া উচিত।

গত জানুয়ারিতে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি দুনেতার গুরুত্বপূর্ণ বৈঠক।

বৈঠকে শি জিনপিং বলেন, আমাদের দুদেশের উচিত যোগাযোগ বাড়ানো এবং চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাইডেনকে উদ্দেশ্য করে বলেছেন, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীনের সুসম্পর্ক জরুরি।

‘মানবাধিকার বাস করে বিশ্বগ্রামে। আমরা একসঙ্গে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করব। যুক্তরাষ্ট্র ও চীন যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে’—যোগ করেন শি জিনপিং।

তিনি বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, জনাব প্রেসিডেন্ট আমি আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত। ইতিবাচক ধারায় চীন-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করতে চাই।

বৈশাখী নিউজ/ ইডি