করোনায় আরো ২ জনের মৃত্যু

আপডেট: November 16, 2021 |
print news

করোনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে , করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত আক্রান্ত নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২২৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন। গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১৬২ জনই ঢাকা বিভাগের, যা মোট শনাক্তের অর্ধেকের বেশি। মারা যাওয়া দুজনও ঢাকা বিভাগের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় দেশের সাত বিভাগে মৃত্যু নেই। এছাড়া দেশের ৩৬টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিলো গত বছরের ৮ মার্চ। গত ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর