করোনা আক্রান্ত হওয়ায় বরখাস্ত হলেন তিনজন পাইলট

আপডেট: November 19, 2021 |

হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ লিমিটেড জানিয়েছে, কার্গো বিমানের তিনজন পাইলটকে তারা বরখাস্ত করেছে। ফ্রাঙ্কফুর্টে অবতরণের পর তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আলজাজিরার।

বিদেশে থাকাকালীন ক্রু নিয়মের ‘গুরুতর লঙ্ঘনের’ দায়ে তাদের বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইস্যু করা এক বিবৃতিতে কম্পানিটি জানিয়েছে, ওই পাইলটরা আর ক্যাথে প্যাসিফিকের কেউ নয়।

পাইলট বরখাস্তের ব্যাপারে সাউথ চায়না মর্নিং পোস্ট প্রথমে খবর প্রকাশ করে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলটরা জার্মানিতে গিয়ে তাদের হোটেল কক্ষ থেকে নিয়ম ভেঙে বাইরে যান। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হন।

জানা গেছে, আক্রান্ত ওই তিন পাইলট ক্যাথে এয়ারওয়েজের আরো ১৫০ জনকে সংক্রমিত করেন। তাদের মধ্যে পাইলট, ফ্লাইট অ্যাটেনডেন্টসহ অন্যরাও রয়েছেন। তাদের সবাইকে তিন সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ক্যাথে এয়ারওয়েজ বলছে, এই পর্যবেক্ষণের ফল দেখে আমরা সরকারকে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে সরকারি কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছি।
সূত্র : আলজাজিরা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর