প্যানেল মেয়র হলেন যারা গাজীপুর সিটি করপোরেশনের

আপডেট: November 25, 2021 |
print news

অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সিটি করপোরেশনের জন্য তিন সদস্যের প্যানেল মেয়র করে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

তিন সদস্যের প্যানেল মেয়ররা হলেন সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরন, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলিম মোল্লা ও সংরক্ষিত ২৭, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মোসা. আয়েশা আক্তার।

এর আগে দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হবে না-এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই নোটিশের জবাবে পাওয়ার পর ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।

এরপর বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ হারান জাহাঙ্গীর আলম।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর