যুক্তরাষ্ট্রের ১১ অঙ্গরাজ্যে ওমিক্রন শনাক্ত

যুক্তরাষ্ট্রের ১১টি রাজ্যে শনাক্ত হয়েছে ওমিক্রন। নতুন করে নিউ জার্সি, ম্যারিল্যান্ড, মিসৌরি, নেব্রাস্কা, পেনসিলভানিয়া ও ইউটাহ রাজ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে।

এর আগে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিনেসোটাসহ বেশ কয়েকটি রাজ্যে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টটি।

বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব শেষ না হতেই ওমিক্রনের প্রাদুর্ভাবে করোনা পরিস্থিতি আরও জটিল হতে পারে এমন আশঙ্কা করেছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রচেল ওয়ালেনস্কি।

এদিকে ভারতে এখন পর্যন্ত চারজন আক্রান্ত হয়েছে ওমিক্রনে। দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটেনে যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৬০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

এ ছাড়া নাইজেরিয়া থেকে আসা ভ্রমণকারীদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যেই আবারও করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইউরোপের কয়েকটি দেশের হাজার হাজার মানুষ। নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রিয়ায় চলছে বিক্ষোভ।

বৈশাখী নিউজ/ জেপা