ভারতের নাগাল্যান্ডে সশস্ত্র বাহিনীর হামলা, নিহত ১৩

আপডেট: December 6, 2021 |

ভারতের নাগাল্যান্ড রাজ্যে সশস্ত্র বাহিনীর হামলায় ১৩ গ্রামবাসী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজ্যটির মন জেলায় এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, মিয়ানমার সীমান্তবর্তী গ্রামটিতে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালাতে যায় নিরাপত্তা বাহিনী। ওটিং গ্রামের কাছে সেনারা ওঁত পেতেছিল। পুলিশের দাবি, ‘আত্মরক্ষার’ জন্য গুলি চালাতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। উত্তেজিত গ্রামবাসী বাহিনীর কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি পিকআপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন খনি শ্রমিকরা। ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ না ফেরার তাদের খুঁজতে বের হন গ্রামের অন্যান্যরা। একটি ট্রাকের মধ্যে তাদের দেহগুলো উদ্ধার করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বিশেষ তদন্ত দল এ ঘটনার তদন্ত করবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর