ডা. মুরাদের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

আপডেট: December 7, 2021 |
print news

প্রতিমন্ত্রীর পদ থেকে ডা. মো. মুরাদ হাসানের পদত‌্যাগ ইস্যুতে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ‌্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ।

নির্দিষ্ট কী কারণে মুরাদ হাসান পদত‌্যাগ করেছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ‌্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘গত কয়েক মাস ধরেই প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মধ‌্যে অনেক পরিবর্তন আমার নজরে আসে। তার কিছু বক্তব‌্য, ঘটনা সরকার ও দলকে বিব্রত করেছে। সে কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত‌্যাগ করতে বলেছেন। সেই অনুযায়ী তিনি পদত‌্যাগ করেছেন। তার সই করা পদত‌্যাগ পত্রটি ইতোমধ‌্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি আসলে দুঃখজনক। তিনি আমাকে তথ‌্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সবসময় সাহায‌্য করেছেন।’

সদ্য সাবেক প্রতিমন্ত্রীর ‘শারীরিক সুস্থতা’ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মুরাদ হাসান আগে যেমন ছিলেন তিন মাস ধরে তার মধ‌্যে কিছু পরিবর্তন লক্ষ‌্য করা যাচ্ছিলো। বিভিন্ন ঘটনা ও কর্মকাণ্ডে আমার তেমনটি মনে হচ্ছিল।’ প্রধানমন্ত্রীকে জানিয়ে মুরাদ হাসান কোনো বক্তব‌্য দেননি বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মন্ত্রী।

এতো বিতর্কের কারণে সংসদ সদস‌্য পদ থাকবে কিনা- জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, যেহেতু মুরাদ হাসান জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তাই যে কেউ তাকে বাদ দিতে পারবে না। আমি তার সুস্থতা কামনা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর