সড়কপথে প্রথমবারের মতো যোগাযোগ চালু করল সৌদি-ওমান

আপডেট: December 10, 2021 |

প্রথমবারের মতো সড়ক পথে দুই দেশের মধ্যে আন্ত:যোগাযোগ ব্যবস্থা চালু করেছে গালফভূক্ত দুই প্রতিবেশী দেশ সৌদি আরব ও ওমান। মঙ্গলবার দুই উপসাগরীয় দেশের মধ্যে সড়ক পথে যোগাযোগ চালু হয়। একটি যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দুই দেশ।

৭২৫ কিলোমিটারের এই সড়কপথ দুই দেশের মধ্যে চালু হওয়ায় দুই পক্ষই একে সাধুবাদ জানিয়েছে। দুই দেশের মধ্যকার চলাচল এবং আমদানি-রপ্তানিতে এই সড়কপথ ব্যবহার হবে।

এ অঞ্চলের দেশগুলোর সংস্থা গালফ কো অপারেশন কাউন্সিলের (জিসিসি) আসন্ন বৈঠক সামনে রেখেই জিসিসির সদস্যরাষ্ট্রগুলো সফর করছেন সৌদি যুবরাজ। ইতোমধ্যে আমিরাত ও ওমান সফর করেছেন তিনি। পরে ওমান সফরে গিয়ে দেশটির সঙ্গে ৩০ বিলিয়ন ডলারের বাণিজ্যচুক্তিও স্বাক্ষর করেছেন বিন সালমান।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ওমানে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ওমানি এবং সৌদি সংস্থাগুলি ৩০বিলিয়ন ডলার মূল্যের ১৩ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর