নারায়ণগঞ্জবাসীকে মডেল সিটি উপহার দেব : আইভী

আপডেট: January 4, 2022 |
print news

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগে কোনো বিভক্তি নেই। দলের সব নেতাকর্মী আমার সঙ্গে কাজ করছে। আমি বিজয়ী হলে নারায়ণগঞ্জবাসীকে মডেল সিটি উপহার দেব। অসমাপ্ত কাজ শেষ করব।

নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারের সময় আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তৈমূরের অব্যাহতি প্রসঙ্গে আইভী বলেন, এটা একটা দলের কৌশল হতে পারে। এ নিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই। এটা উনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সাথে সে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, আরও আছে। আমি এভাবেই শেষ পর্যন্ত লড়ব।

তিনি বলেন, স্থানীয় সরকারে কাজ করতে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। এখানে সব ধরনের চ্যালেঞ্জই আছে। এখানে আলাদাভাবে কিছু বলা যাবে না। যে কোনো কাজেই চ্যালেঞ্জ আছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর