সড়ক দুর্ঘটনায় আফগাস্তিানে লাঘমানের গোয়েন্দা প্রধান নিহত

আপডেট: January 6, 2022 |
print news

আফগাস্তিানের লাঘমান প্রদেশের গোয়েন্দা বিভাগের প্রধান মৌলবী উলফত হাশেমী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে তিনি নিহত হন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র সালাউদ্দিন জাহিদ বিষয়টি নিশ্চিক করে জানান, স্থানীয় সময় বুধবার মধ্যরাতে প্রদেশের প্রাণকেন্দ্র মেহতারলামে শহরে গাড়িবহর নিয়ে টহল দেওয়ার সময় হামিকি নিহত হন।

তিনি আরও জানান, ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় হাকিমির মৃত্যু হয়। এ সময় তার পাঁচ দেহরক্ষীও আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

বৈশাখী নিউজ/ ইডি

 

28Shares
facebook sharing button
Share Now

এই বিভাগের আরও খবর