করোনায় যুক্তরাজ্যে মৃত্যু দেড় লাখ ছাড়াল

আপডেট: January 9, 2022 |
print news

যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এ দেশটিতে। করোনায় মৃতের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, ভারত এবং পেরুর পর সপ্তম অবস্থানে আছে যুক্তরাজ্য।

গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন আক্রান্তের মিছিলে যোগ হচ্ছেন লক্ষাধিক মানুষ। শুধু গত এক সপ্তাহে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৭ হাজার ২৮৮ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৭১ জন। যা আগের সপ্তাহের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

শনিবার (৮ জানুয়ারি) নতুন করে আরও ৩১৩ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৭ জনে। যুক্তরাজ্যে প্রথম ইউরোপীয় দেশ, যেখানে করোনায় দেড় লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করল।

একই সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৩৯০ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ জন। শুক্রবার (৭ জানুয়ারি) করোনায় মৃত্যু হয়েছিল ২২৯ জনের। আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৮ হাজার ২৫০ জন।

যুক্তরাজ্যে ৮ জানুয়ারি পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৮১৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৪৮৩ জন। তৃতীয় ডোজ (বুস্টার) নিয়েছেন ৩ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৯৪৫ জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর