২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত ২ লাখের কাছাকাছি

আপডেট: January 12, 2022 |
print news

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যে ভারতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখের কাছাকাছি পৌঁছে গেছে।

মঙ্গলবার মোট ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন নতুন কোভিড রোগী শনাক্তের খবর দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়, যা আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৮ শতাংশ বেশি।

এর মধ্য দিয়ে মহামারীর পুরো সময়ে ভারতে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেল। গত এক দিনে আরও ৪৪২ জনের মৃত্যু হওয়ায় কোভিডে মৃত্যুর মোট সংখ্যা পৌঁছাল ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জনে।

টাকা কয়েক দিন বাড়ার পর সোমবার দৈনিক শনাক্ত রোগী সামান্য কমেছিল আগের দিনের তুলনায়। একদিনের মাথায় তা আবার বেড়ে গেল।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার নমুনা পরীক্ষা বিপরীতে শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ শতাংশ, যা আগের দিন ১০ দশমিক ৬৪ শতাংশ ছিল।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর