দেশে অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আসবে না : হানিফ

আপডেট: January 13, 2022 |
print news

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনওদিন আসবে না। তাই এই নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না।

আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সরকারের পতন হলে কোথাও আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপিই পরগাছা দল। ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি; তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর