প্রায় ৩ হাজার সদস্যকে বরখাস্ত করেছে তালেবান

আপডেট: January 16, 2022 |

সংগঠন থেকে প্রায় তিন হাজার সদস্যকে বহিস্কার করেছে তালেবান। সংগঠনের কর্মীদের অপরাধমূলক কাজের সংশ্লিষ্টতা থাকায় তাদের বহিস্কার করা হয়।

শনিবার তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যানেল প্রধান লতিফুল্লাহ হাকিমি জানান এখন পর্যন্ত ২ হাজার ৮৪০ জনকে বরখাস্ত করা হয়েছে।

তিনি জানান, ইসলামিক আমিরাতের বদনাম করায় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বরখাস্ত করা হয়েছে যাতে ভবিষ্যতে পরিচ্ছন্ন একটি সেনা ও পুলিশ বাহিনী গড়ে তোলা যায়।

তিনি জানান, বরখাস্ত হওয়া সদস্যরা দুর্নীতি, মাদক ও মানুষের ব্যক্তিগত জীবনের হস্তক্ষেপের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। অনেকের আবার জঙ্গি সংগঠন দায়েশের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল।

আফগানিস্তানে ১৪টি প্রদেশ থেকে এখন পর্যন্ত সদস্যদের বরখাস্ত করা হয়েছে। বাকি প্রদেশগুলোতেও এ কার্যক্রম চলবে।

এদিকে শাসননীতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেওয়া তালেবানের বর্তমান সরকার নানা সমালোচনার মুখে পড়েছে। তাদের অধীনে আফগানদের নানা অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বেশি প্রতিকূলতার মুখে পড়েছেন নারীরা।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, তালেবান কাবুল দখলের পর সরকারি অফিসগুলোতে অধিকাংশ নারী কর্মীদের ফিরতে দেওয়া হয়নি। এমনি অনেক স্কুলে পড়ালেখা করতে মেয়েদের বাধা দেওয়া হচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর