অভিনেত্রী শিমু হত্যা : স্বামী ও গাড়িচালক রিমান্ডে

আপডেট: January 18, 2022 |

ঢাকাই চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী রাইমা ইসলাম শিমু (৩৫) হত্যায় রাজধানীর কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভাই হারুনুর রশীদ বাদি শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও গাড়িচালক এসএম ফরহাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ার কবির বাবুল জানান, মঙ্গলবার (১৮ জানুয়ারি) কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক চুন্নু মিয়া তাদের আদালতে হাজির করেন।

পরে হত্যা মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে কেরাণীগঞ্জের হযরতপুর সেতুর পাশে বস্তাবন্দি অবস্থায় অভিনেত্রী শিমুর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের গত দুদিন নিখোঁজ ছিলেন শিমু।

এদিকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বামী শাখাওয়াত আলী নোবেল ও গাড়িচালক ফরহাদকে র‌্যাব আটক করে কেরানীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর