করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু

আপডেট: January 23, 2022 |
print news

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১০ হাজার ৯০৬ জন। এতে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১.২৯ শতাংশে।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত এক দিনে দেশে মোট ৩৪ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১.২৯ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন।

গতকাল শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়; শনাক্ত হয় ৯ হাজার ৬১৪ জন; শনাক্তের হার ছিল ২৮.০২ শতাংশ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর