জম্মু-কাশ্মীরে পুলিশের সঙ্গে পৃথক সংঘর্ষে নিহত ৫

আপডেট: January 30, 2022 |

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পুলিশের সঙ্গে পৃথক দুটি সংঘর্ষে জইশ-ই-মুহাম্মদের কমান্ডারসহ পাঁচ জঙ্গি নিহত হয়েছে।

পুলিশ বলছে, সংঘর্ষ দুটি হয়েছে পুলওয়ামা ও বুদগামে জঙ্গি-বিরোধী অভিযান চালানোর সময়। এক টুইট বার্তায় এ অভিযানকে ‘বড় সাফল্য’ ঘোষণা করেছে পুলিশ।

টুইটে কাশ্মীর পুলিশ লিখেছে, ‘গত ১২ ঘণ্টায় জোড়া সংঘর্ষে পাক মদতপুষ্ট পাঁচ জঙ্গি মারা গেছে।
নিহতদের মধ্যে জইশ-ই-মুহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছে। এটা আমাদের কাছে বড় সাফল্য। ’

প্রসঙ্গত, লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাহিদ ওয়ানি। ওই বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। ওই ঘটনার পর থেকে জাহিদকে খুঁজছিল ভারতের পুলিশ।

সংঘর্ষে নিহত জঙ্গির পাশ থেকে একটি রাইফেল উদ্ধার করার কথা বলেছে পুলিশ। কাশ্মীরের পুলিশ প্রধান বলেছেন, মাসখানেকের মধ্যে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এটাই তাদের বড় সাফল্য।

এর আগে গত ডিসেম্বরে কাশ্মীর উপত্যকায় দশটির বেশি সংঘর্ষে ২২ জন জঙ্গি নিহত হয়েছিল।

সূত্র: আনন্দবাজার

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর