করোনার চতুর্থ ডোজের চিন্তা করছে আমেরিকা

কোভিড টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করতে পারে আমেরিকা। এমনই ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে বৈঠকে অ্যান্থনি ফাউচি বলেন, আরও এক ধাপ বুস্টার ডোজের প্রয়োজন পড়তে পারে। এ ক্ষেত্রে বয়স বিবেচনায় এমআরএনএ ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেয়া হবে। টিকা গ্রহীতাদের কোনো জটিল শারীরিক সমস্যা থাকলেও ভ্যাকসিন দেয়া হতে পারে বলেও জানান ফাউচি।
তৃতীয় ডোজ দেয়ার পরেও করোনা মহামারি নিয়ন্ত্রণে আসছে না। যুক্তরাষ্ট্রে জানুয়ারির মাঝামাঝি থেকে সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৮ দিনে ১ কোটি ৫০ লাখের বেশি সংক্রমণ ঘটেছে। ৬৩ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে এই সময়ে। এখনো দেশেটিতে একদিনে লক্ষাধিক করোনা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
ফাউচি জানান, এ কারণেই তৃতীয় ডোজের পরে চতুর্থ ডোজের কথা ভাবা হচ্ছে এবং সমস্যাগুলোকে খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চিন্তা বাড়ানোর মতো আরও নতুন ভ্যারিয়েন্ট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পর্যন্ত সর্বশেষ ভ্যারিয়েন্ট হচ্ছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানায়, ওমিক্রন আসার পরে যুক্তরাষ্ট্রে অন্তত ১ লাখ মৃত্যু হয়েছে। এখনো দিনে গড়ে ২৪০০ মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রে।
কিন্তু তা সত্ত্বেও লকডাউন চালিয়ে যেতে চায় না প্রশাসন। বাসিন্দারাও চায় না।
গত বছর নভেম্বরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এটি সবচেয়ে সংক্রামক হলেও এর ক্ষতি করার ক্ষমতা অন্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় কম।
কিন্তু তাতেও ওমিক্রনের ছোবলে গোটা বিশ্বে অন্তত পাঁচ লাখ মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখ্য স্বাস্থ্য পরামর্শদাতা ও যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।