আরও ১৪ পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ফ্রান্সের

আপডেট: February 11, 2022 |
print news

ফ্রান্সে নতুন করে আরও ১৪টি পারমাণবিক চুল্লি তৈরি ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোঁ।

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবেলা এবং জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পারমাণবিক বিদ্যুতের দিকে ঝুঁকছে ফ্রান্স।

বেলফোর্টে বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের সময় গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোঁ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এখন সময় এসেছে বিকল্প জ্বালানির।

তিনি জানান, ৬টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করছেন। এর পর আরও ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির সম্ভাবতা যাচাই করা হবে।

ফ্রান্সের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইডিএফ এসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করবে।

২০১১ সালে জাপানের ফুকুসিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার পর থেকে ফ্রান্সে গত দশকে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়নি।

ইউরোপের এ দেশটি এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ছাড়াও সৌর এবং বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকছে। খবর ডেইলি সাবাহ

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর